logo

Recent News:

2014-05-20 03:49:11: ২০১৪ সালের SSC পরীক্ষায় ০৮ জন ছাত্রী A+ পেয়েছে..........  2013-11-26 05:01:43: বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় এর ওয়েভ সাইটে আপনাকে স্বাগতম.....  

প্রতিষ্ঠানের ইতিহাস

অত্র বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় ১৯৮৪ সালের ২৪শে নভেম্বর অত্র এলাকার বিশিষ্ঠ শিক্ষাবিদ প্রখ্যাত মনোচিকিৎসক, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, সাবেক জাতিয় সংসদ সদস্য আলহাজ ডাঃএ.কে.এম. কামারুজ্জামান সাহেব, অবহেলিত নাঙ্গলকোট উপজেলা সদরে নারী শিক্ষা প্রসারের লক্ষে সম্পূর্ন নিজেস্ব উদ্যোগ এবং নিজস্ব অর্থায়নে ১.৫০ শতক জমির উপর বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।

 

১৯৮৬ ইং থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশ গ্রহন করে শতভাগ ফলাফল নিয়ে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে ২০১২ সাল পর্যন্ত জে.এস.সি. ও এস.এস.সি. পরীক্ষার ফলাফলে কৃতিত্বের স্বাক্ষর রেখেই চলছে।

বিদ্যালয়টিতে ০৬ষ্ঠ শ্রেণী হইতে ০৮ম শ্রেণী পর্যন্ত শাখা চালু আছে। ৯ম ও ১০ম শ্রেণিতে বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা সহ ০৩টি করে বিভাগ চালু আছে। জুনিযর বৃত্তি/জে.এস.সি. বৃত্তিতেও টেলেন্টপুলে ও সাধারন বৃত্তি প্রতি বছর পেয়ে আসছে।

 

শীতকালীন ও অন্যান্য সময়ে জাতীয় ভাবে ক্রীড়া ও সাংস্কৃতিতে উপজেলা পর্যায়ে এবং জেলা পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছে। বিদ্যালয়টি সবসময় নির্বাচিত ব্যবস্থাপনা পরিষদের সুচিন্তিত পরামর্শ, উপদেশ, নির্দেশনা সর্বোপরি সঠিক এবং যোগ্য ব্যবস্থাপনায় এবং শিক্ষক/শিক্ষিকাগনের মানসম্মত শিক্ষাদানের মাধ্যমে ছাত্রীদের শিক্ষার মান বৃদ্ধি পাচ্ছে।